লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে অবস্থিত বিসমিল্লাহ্ হোটেলে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও ভোক্তাদের জন্য অনিরাপদ খাদ্য পরিবেশনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে জেলা থেকে আগত রোগীর স্বজনসহ সাধারণ ভোক্তারা খাবার খেতে এসে অভিযোগ করেন—হোটেলে মুরগি, মাছসহ বিভিন্ন তরকারি রান্না করা হচ্ছে জমিয়ে রাখা গরুর চর্বি দিয়ে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান কর্মকর্তারা।
এ সময় হোটেলে পঁচা ও বাসি খাবার বিক্রির প্রমাণও পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত কর্মকর্তা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন কোনো হোটেল-রেস্তোরাঁর বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।