জয়পুরহাট কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ঘাটুরিয়া গ্রামে অবৈধভাবে পুকুরে মাটি কেটে বিক্রি করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেছেন কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ শামিমা আরা।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৫টার দিকে কালাই থানার সংগীয় ফোর্সসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে পুকুরে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়ায় মো. এমদাদুল হক (৪৯), পিতা: আজিমউদ্দিন, ঘাটুরিয়া, মোলামগাড়ীহাট–কে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও ভূমি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।