ক্ষমতা আর গায়ের জোরে সম্পত্তির গাছপালা কেটে নেওয়া ও জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুন্দরমহল গ্রামে।
এ ঘটনায় গতকাল ভুক্তভোগী হাসিব বিশ্বাস বটিয়াঘাটা থানায় মরিয়ম বেগম স্বামী-মৃত খলিলুর রহমান, লেওকত আলী গাজী পিতা-মৃত বাবর আলী, পিয়ারুল বিশ্বাস পিতা-মৃত মজিদ ও মতিউর রহমান পিতা-অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-৩৬৪। ভুক্তভোগী হাসিব সহ তার পরিবার বলেন, সুন্দরমহল এলাকার জিন্নাত বিশ্বাস, আশরাফ বিশ্বাস, ওয়াজেদ আলী ও সাজ্জাদ আলীর নিকট থেকে আমার পিতা সেলিম বিশ্বাস, মাতা মৃত্যু হামিদা বেগম ও আমি হাসিব বিশ্বাস ৮৯ শতক জায়গা খরিদ করি।
বর্তমান হাললাগাত উক্ত জমির সব কাগজপত্র মিউটেশন, দাখিলা সব কমপ্লিট। অথচ উক্ত জমি এলাকার একটি মহল দখলের চেষ্টা করছে। আমি বাধা দিতে গেলে তাদের সন্ত্রাসী বাহিনী আমাদেরকে ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি দিচ্ছে।