নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সুবর্ণচর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চরজব্বর থানার নবাগত ওসি লুৎফর রহমান।বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সন্ধ্যায় ওসির কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে নবাগত ওসি লুৎফর রহমান উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। তিনি প্রথমে নিজের পরিচয় তুলে ধরে উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন। এ সময় তিনি সুবর্ণচরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান। তিনি সুষ্ঠু নির্বাচন ও সুবর্ণচরকে নিরাপদ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, আদর্শ রাষ্ট্র ও উন্নত জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অনন্য। সুষ্ঠু ধারার সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করে।
এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুবর্ণচরের সার্বিক পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য ও মতামত জানতে চান।
সভায় সুবর্ণচরের সার্বিক পরিস্থিতি তুলে ধরে মতবিনিময় করেন সুবর্ণচর প্রেসক্লাবের সম্মানিত সকল সদস্য সাংবাদিকবৃন্দ।