1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ ধামইরহাট ও পত্নীতলার সাংবাদিকদের সাথে সামসুজ্জোহা খানের মতবিনিময় আওয়ামী লীগ থেকে দুই নেতার পদত্যাগ, ভুল বুঝতে পারার দাবি কালাইয়ে তিনটি খড়ের পালা পুড়ে ভস্মীভূত, তদন্ত শুরু করেছে পুলিশ মির্জাপুরে দাঁড়িয়ে থাকা বাসে অন্য বাসের ধাক্কা, নিহত ১ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা জলঢাকায় ভুয়া আহত দেখিয়ে সরকারি ভাতা গ্রহণের অভিযোগে ইউএনও বরাবর দরখাস্ত ধামইরহাটে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বরিশালে সেতুর পিলারে ধস জনমনে পারাপারে আতঙ্ক  হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: কালাইয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

পাবনার নবাগত পুলিশ সুপার এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

পাবনা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

পাবনার নবাগত পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদকে বরণ করে আনুষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১১ ডিসেম্বর রাতে ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করা সকল শহীদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলের ত্বোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এরপর সাংবাদিকদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। প্রত্যেকে নিজ নিজ প্রতিষ্ঠানের নাম ও পদবি উল্লেখ করে নবাগত এসপির সঙ্গে পরিচিত হন। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।

পরিচয় পর্ব শেষে উপস্থিত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারকে উদ্দেশ্য করে তাদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।

এসপি মোঃ আনোয়ার জাহিদ তাঁর বক্তব্যে বলেন—
আমি পাবনায় দায়িত্ব পালন করতে এসে প্রথমেই একটাই প্রতিশ্রুতি দিতে চাই—আমি সম্পূর্ণ নিরপেক্ষ থাকব। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বে কাজ করবে। কোনও পুলিশ সদস্যের আচরণে কেউ যাতে ভীতি বা আতঙ্কে না থাকে, সে বিষয়ে কঠোর নজর থাকবে। পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর। পাবনার মানুষ পুলিশের কাছে যে নিরাপত্তা প্রত্যাশা করে, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। সাংবাদিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।

প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায়

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, এবিএম ফজলুর রহমান, সম্পাদক জহুরুল ইসলাম ও সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রেমন।

উন্মুক্ত বক্তব্য দেন ২১শে টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, এটিএন নিউজের রাইসুল ইসলাম রিজভী জয়, ৭১ টেলিভিশনের মুস্তাফিজুর রহমান রাসেল, বৈশাখী টেলিভিশনের মিজানুর রহমান ও সাংবাদিক আব্দুল হামিদ খান।

সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান স্বপন তার বক্তব্য শেষে নিজের লেখা বই “কলাম সংগ্রহ” পুলিশ সুপারের হাতে তুলে দেন।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মশিউর রহমান মন্ডল, পাবনা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন, টিআই প্রধান সাদাকাতুল বারী ও প্রেসক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট