পাবনার নবাগত পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদকে বরণ করে আনুষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১১ ডিসেম্বর রাতে ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করা সকল শহীদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলের ত্বোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এরপর সাংবাদিকদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। প্রত্যেকে নিজ নিজ প্রতিষ্ঠানের নাম ও পদবি উল্লেখ করে নবাগত এসপির সঙ্গে পরিচিত হন। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।
পরিচয় পর্ব শেষে উপস্থিত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারকে উদ্দেশ্য করে তাদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।
এসপি মোঃ আনোয়ার জাহিদ তাঁর বক্তব্যে বলেন—
আমি পাবনায় দায়িত্ব পালন করতে এসে প্রথমেই একটাই প্রতিশ্রুতি দিতে চাই—আমি সম্পূর্ণ নিরপেক্ষ থাকব। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বে কাজ করবে। কোনও পুলিশ সদস্যের আচরণে কেউ যাতে ভীতি বা আতঙ্কে না থাকে, সে বিষয়ে কঠোর নজর থাকবে। পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর। পাবনার মানুষ পুলিশের কাছে যে নিরাপত্তা প্রত্যাশা করে, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। সাংবাদিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।
প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, এবিএম ফজলুর রহমান, সম্পাদক জহুরুল ইসলাম ও সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রেমন।
উন্মুক্ত বক্তব্য দেন ২১শে টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, এটিএন নিউজের রাইসুল ইসলাম রিজভী জয়, ৭১ টেলিভিশনের মুস্তাফিজুর রহমান রাসেল, বৈশাখী টেলিভিশনের মিজানুর রহমান ও সাংবাদিক আব্দুল হামিদ খান।
সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান স্বপন তার বক্তব্য শেষে নিজের লেখা বই “কলাম সংগ্রহ” পুলিশ সুপারের হাতে তুলে দেন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মশিউর রহমান মন্ডল, পাবনা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন, টিআই প্রধান সাদাকাতুল বারী ও প্রেসক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিক।