নওগাঁর নিয়ামতপুর উপজেলার আটটি ইউনিয়নে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) এলাকাভেদে তিন ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নিয়ামতপুর গ্রীড উপকেন্দ্রের ৩৩কেভি বাসবার বার্ষিক রক্ষনাবেক্ষণ কাজের জন্য এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে ।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহম্মদ মেশবাহুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বেলা ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলার ভাবিচা, নিয়ামতপুর সদর,রসুলপুর, পাঁড়ইল, শ্রীমন্তপুর ও বাহাদুরপুর ইউনিয়ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হাজীনগর ও চন্দননগর ইউনিয়ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ডিজিএম মোহম্মদ মেশবাহুল হক জানান, বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলাকাভেদে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।