গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের সুরাবাড়ী এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৬ জন মাদককারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে পরিচালিত এ অভিযানে তাদের কাছ থেকে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এবং ৪ লক্ষ ৭২০ টাকা নগদ উদ্ধার করা হয়। আটককৃতদের পরবর্তীতে কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন
১. রনি মিয়া (২২) পিতা: মোঃ ফেরদৌস, মাতা: মোসাঃ বিউটি আক্তার ঠিকানা: বিরামপুর, মহোনগঞ্জ, নেত্রকোনা।
২. মোঃ আরমান অনিক (২৫) পিতা: মোহাম্মদ আলী, মাতা: আমেনা বেগম ঠিকানা: আন্ধারমানিক পশ্চিমপাড়া, শফিপুর, কালিয়াকৈর, গাজীপুর।
৩. মোঃ শামীম হাওলাদার (৩৮) পিতা: বাবুল হাওলাদার, মাতা: পারভীন বেগম ঠিকানা: আন্ধারমানিক, শফিপুর, কালিয়াকৈর, গাজীপুর।
৪. মোহাম্মদ আলী (৫১)পিতা: আঃ গনি মাতব্বর, মাতা: মোসাঃ দুলু বেগম ঠিকানা: আন্ধারমানিক, শফিপুর, কালিয়াকৈর, গাজীপুর।
৫. মোঃ স্বপন (২৬) পিতা: মোহাম্মদ আলী খাঁ, মাতা: জাহানারা বেগম ঠিকানা: সুরাবাড়ী, কাশিমপুর থানা, গাজীপুর মহানগর।
৬. আমেনা বেগম (৪৫) পিতা: সোনা মিয়া, মাতা: বকুল বেগম ঠিকানা: আন্ধারমানিক পশ্চিমপাড়া, শফিপুর, কালিয়াকৈর, গাজীপুর।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হাসান জানান, “যৌথবাহিনীর অভিযানে আটক ৬ জন মাদককারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।