পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ গ্রামের ১৪ বছর বয়সি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ জহিরুল মুন্সী(৬০) ওরফে জহুরালকে দেবীগঞ্জ থানার দক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ গ্রেফতার করে বিচারিক কাজের জন্য বিজ্ঞ আদালতে প্রেরন করেছে।
প্রতিবন্ধী শিশুটি ধর্ষণের পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে দেবীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ কে এম মনিরুজ্জামান চৌধুরী এর নির্দেশে
পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকারের নেতৃত্বে মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই ইমরান খানসহ দেবীগঞ্জ থানার দক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের একটি চক্ষুর দল বিভিন্ন সূত্রের ভিত্তিতে ১৪ই ডিসেম্বর মধ্যরাতে বিশেষ অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ উপজেলার ১০নং চেংটি হাজরাডাঙ্গা ইউনিয়নের বাজার এলাকা থেকে আসামী জহুরাল কে গ্রেফতার করে।
গ্রেপ্তারের পর অঞ্চলে মানুষের মাঝে আইনশৃঙ্খলার প্রতি সম্মান বেড়ে যায় এবং থানার নবাগত অফিসার ইনচার্জ একেএম মনিরুজ্জামান চৌধুরীকে ধন্যবাদ জানায়।