গাজীপুর-২ নির্বাচনী এলাকায় বিএনপি’র মনোনীত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।দুপুরে টঙ্গীর আউচপাড়া আহসানউল্লাহ ইসলামিক ফাউন্ডেশন এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাসান উদ্দিন সরকার বলেন, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারকে আগামী পার্লামেন্ট নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।
এসময় বক্তারা আরো বলেন, টঙ্গীর ভোটার ও আয়তনের হিসাব করলে গাজীপুর-২ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিএনপির জন্য একটি বড় পরীক্ষা। সঠিক সিদ্ধান্ত নিলে এখানে বিজয় সম্ভব, আর ভুল সিদ্ধান্ত নিলে বিজয়ের সম্ভাবনা হারিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর -২ আসনের এমপি পদপ্রার্থী সালাউদ্দিন সরকারসহ এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।