নওগাঁর ধামইরহাট উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দিনব্যাপী ধামইরহাট এমএম সরকারি ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালার সঞ্চালনায় এবং পৌর বিএনপির সভাপতি মো. শহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এম এ ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামিম কবির মিল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম লিটন, জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম শামীম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভি, ওমর ফারুক রহমান, সহ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।