ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দ্রুততম সময়ের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনায় মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছে।আজ শুক্রবার দুপুর দুইটায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পৃথক দুইটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সরকারি এডওয়ার্ড কলেজ থেকে ছাত্র-জনতার ব্যানারে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশের বক্তব্য দেন মঞ্জিল হোসেন, বরকাতুল্লাহ ফাহাদ, ইউসুফ হান্নান বিপ্লব, সুস্মিতা জাহান পুষ্পিতা, সাদিয়া কুদ্দুস, রাফিউল ইসলাম রাফি,
এর আগে এদিন জুমার নামাজে শরিফ ওসমান হাদী জন্য দোয়া মাহফিল হয়েছে পাবনা জেলার বিভিন্ন মসজিদে। জুমার নামাজের পর এই মোনাজাত করা হয়। পরে সাধারণ জনতার ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়।