নওগাঁর ধামইরহাটে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আগমন উপলক্ষে ধামইরহাট উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মীদের সমন্বয়ে আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে একত্রিত হয়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য প্রদান করেন, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতোয়ার রহমান, পৌর যুবদলের আহবায়ক আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক আরিফুল রহমান রতন।
এছাড়াও বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ মোঃ হানজালা, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামিম কবির মিল্টন। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক সহ বিভিন্ন পদের নেতা-কর্মীগন।