নওগাঁ ধামইরহাটে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী।
সভায় সাম্প্রতিক আইন শৃংখলা পরিস্থিতি, মাদক, চোরাকারবারি, বাল্য বিবাহ, ইভটিজিং ইত্যাদি বিষয় উথ্যাপন হয়। আলোচনায় অংশ গ্রহন করেন ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান, ১৪ বিজিবি কালুপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী, বস্তাবর কোম্পানি কমান্ডার সুবেদার তৌফিকুর রহমান, গ্রাম আদালত উপজেলা কো-অর্ডিনেটর ধীমান দেবনাথ, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আঃ রাজ্জাক, মডেল প্রেস ক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ইউপি চেয়ারম্যানগণ।
সভায় আইনশৃঙ্খলা বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইউএনও প্রশান্ত চক্রবর্তী সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার আহবান জানান।