নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ধামইরহাট থানায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে।
ডিবি পুলিশের একটি চৌকস দল ২৩ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানাধীন নাহার ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এ সময় ফিলিং স্টেশনের সন্নিকটে রাস্তার পাশে চটের বস্তা নিয়ে অবস্থানরত এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছে থাকা চটের বস্তা তল্লাশি করে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মো. মুরাদ হোসেন (২৭), পিতা মো. মোতাহার হোসেন, গ্রাম দৌলতপুর, থানা ধামইরহাট, জেলা নওগাঁ। এ ঘটনায় তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ প্রসঙ্গে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরো জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে নওগাঁ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।