নওগাঁর ধামইরহাটে প্রথম দিনে জুনিয়র বৃত্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। ২৮ ডিসেম্বর রবিবার পরীক্ষা আরম্ভ হয়। ধামইরহাট উপজেলার ২৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩শ ৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মাধ্যমিকের পরীক্ষার্থীরা অংশ গ্রহন করে।
অপরদিকে ধামইরহাট সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৬টি এবতেদায়ি মাদরাসার ৫ম শ্রেণীর ১২৫ জন এবং ২৪টি দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ১০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, জুনিয়র বৃত্তি পরীক্ষা সম্পন্ন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ঠদের সহযোগীতায় সুষ্ঠভাবে ও শৃংখলার মধ্যে পরীক্ষা চলছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত একটানা পরীক্ষা চলবে।