আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর সোমবার। শেষদিনে নওগাঁ -১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা।
যে আটজন মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল হক শাহ, জাতীয় পার্টির আকবর আলী, স্বতন্ত্র প্রার্থী মো. সোহরাব হোসেন। এছাড়াও বিএনপির ডা. ছালেক চৌধুরী, মাহমুদুস সালেহীন ও নুরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের হাতে তাঁর মনোনয়নপত্র জমা দেন। বিকেলে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আকবর আলী কালু মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম ও যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুস সালেহীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহা. মাহবুবুল আলম সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রোমানা রিয়াজের কাছে তাঁর মনোনয়পত্র জমা দেন।
পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল হক শাহ্।
নিয়ামতপু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুনের কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরী। একই কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মো. সোহরাব হোসেন।
মনোনয়নেরপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মনোনয়ন দাখিল শেষে প্রার্থীরা আগামী নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এবং এলাকার জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি আর প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।