1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ ধামইরহাট ও পত্নীতলার সাংবাদিকদের সাথে সামসুজ্জোহা খানের মতবিনিময় আওয়ামী লীগ থেকে দুই নেতার পদত্যাগ, ভুল বুঝতে পারার দাবি কালাইয়ে তিনটি খড়ের পালা পুড়ে ভস্মীভূত, তদন্ত শুরু করেছে পুলিশ মির্জাপুরে দাঁড়িয়ে থাকা বাসে অন্য বাসের ধাক্কা, নিহত ১ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা জলঢাকায় ভুয়া আহত দেখিয়ে সরকারি ভাতা গ্রহণের অভিযোগে ইউএনও বরাবর দরখাস্ত ধামইরহাটে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বরিশালে সেতুর পিলারে ধস জনমনে পারাপারে আতঙ্ক  হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: কালাইয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

তঁদেরও আছে শোক, প্রিয়জন হারানোর বেদনা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ভাই বড় ধন রক্তের বাঁধন/যদিও পৃথক হয় ভটভটির কারণ’-  কুকুরছানাটি তাঁর ভাইয়ের কানে কানে হয়তো এই কথাটি বলছিল। পশুপাখিরা কথা বলতে পারেনা ঠিকই- আচরণের মাধ্যমে তাঁদের আনন্দ-দুঃখ-কষ্ট প্রকাশ করে।

এমনি এক কুকুর  ছানার ভালোবাসা ও মমত্ববোধ  দেখলো নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামের নিমতলা বাজারের মানুষজন।

গতকাল বুধবার (৩১ ডিসেম্বর)  বিকেলে ওই বাজারে একটি কুকুর ছানা ভ্যানের চাপায় মারা যাওয়ায় সহদোর কুকুর ছানাকে এইভাবে শোক প্রকাশ করতে দেখা গেল।

নিমতলা বাজার এলাকার ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাস খানেক আগে একটি মা কুকুর দুটি ছানার জন্ম দেয়। ছানা দুটি বাজারেই থাকতো। একসঙ্গে ঘোরাফেরা করতো। গতকাল রাস্তা পার হচ্ছিল একটি ছানা। এসময় একটি একটি ভ্যান বাচ্চাটিকে চাপা দেয়। এতে মারা যায় সে। একজন পথচারী মৃত ছানাটিকে  রাস্তার পাশে রেখে দেয়।
গতকাল সন্ধ্যার দিকে  গিয়ে দেখা যায়, মৃত ছানাটির পাশে আরেক ছানা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরপর অদূরে চলে যাচ্ছিল। আবার কাছে আসছিল। মৃত ছানাটির কান ধরে টানছিল, মুখ শুঁকছিল, ঘেউ ঘেউ করছিল। বাজারের মুদি দোকানি আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বেশ কয়েক দিন থেকে আমার দোকানের আশেপাশে ছানা দুটি ঘোরাফেরা করছিল। গতকাল দুপুরেই দোকানের পাশে অনেকক্ষণ শুয়েছিল। একটি মারা যাওয়ায় আরেকটি একা হয়ে গেল।

বাজার সংলগ্ন বাসিন্দা গোপাল চন্দ্র বলেন, ‘সন্ধ্যাবেলা দেখতাম আমার খলিয়ানে খড়ের ভিতরে ছানা দুটি নিয়ে মা কুকুরটি  শুয়ে থাকতো। সকাল হলে খাবারের খোঁজে বের যেতো। মাঝেমধ্যে এসে ছানা দুটিকে  দুধ খাইয়ে যেত। আমি কয়েকদিন খাবারও দিয়েছি। মারা যাওয়াতে খুব খারাপ লাগছে।

চা স্টল দোকানি রকি প্রামানিক বলেন, বাচ্চা দুটি প্রায়ই তাঁর দোকানে ঘোরাঘুরি করতো। বেশ কয়েকদিন তিনি খাবারও দিয়েছেন।

গৃহবধূ বেবি রানী বলেন, গতকাল দুপুরেই তাঁর  ছোট মেয়েটি ছানা  দুটি দেখে ধরার জন্য ছুটে যাচ্ছিল। মেয়ে বলছিল,  ছানা দুটিকে  বাড়িতে নিয়ে আসবে। বিকেলে শুনেছেন একটি ছানা মারা গেছে।

দশম শ্রেণির শিক্ষার্থী অনুপ কুমার জানালো, ‘আমি বেশ কিছুদিন ছানা দুটিকে রাস্তার পাশে ঘোরাঘুরি করতে দেখে  দূরে রেখে এসেছিলাম। আবার দেখি রাস্তার পাশেই ঘুরছে। একে তো অবলা জীব, তার উপর ছোট ছানা। নিজের বিপদটা হয়তো বুঝতে পারেনি।

গ্রামের বাসিন্দা ও শিক্ষক  শ্যামল চন্দ্র বলেন,  ‘ভালোবাসার কাছে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। একজনের মৃত্যুতে আরেকজনও ব্যথিত হয় সেটা একটা পশুর মধ্যেও আমরা সেটার প্রতিফলন দেখলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট