নওগাঁর ধামইরহাট উপজেলার চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সারাদেশের ন্যায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জনাব মোঃ ওসমান গনি।
প্রধান শিক্ষক মোঃ মুকুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,” উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ আতোয়ার রহমান, উমার ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ইয়াছিন আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ মিলাদ হোসেন। সাবেক অভিভাবক সদস্য মো. আব্দুর রশিদ বিদ্যুৎ, আব্দুস সামাদ (রাইটার), মোঃ আব্দুস সালাম, কামাল পাশা বাদল, মোঃ মামুন রেজা, হিটলার রহমান।
সহকারী শিক্ষক মোঃ রবিউল ইসলাম, মোঃ মকবুল হোসেন (চঞ্চল), মোঃ চপল হোসেন, মোঃ সুহেল রানা, মোছাঃ আবিদা সুলতানা, মোছাঃ ছাবিনা ইয়াসমিন, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব।
উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ মোঃ পাইলট হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ছাইফুল ইসলাম, মোঃ ফারুক হোসেন। এছাড়াও অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক বৃন্দ, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নতুন পাঠ্যপুস্তক হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ লক্ষ্য করা যায়।