কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার মেধাবী, সচেতন ও উদ্যমী শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মোটিভেট ভূরুঙ্গামারী’-এর ৫ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের ৪র্থ কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় একটি উচ্চপর্যায়ের নির্বাচক প্যানেলের তত্ত্বাবধানে দীর্ঘ যাচাই-বাছাই ও সাক্ষাৎকার প্রক্রিয়া শেষে আগামী এক বছরের জন্য নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: সাইদ আল সিহাব (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর), সাধারণ সম্পাদক হয়েছেন মিমতাউল ইসলাম মাহিন (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো: মুস্তাকিম মুবিন (ঢাকা কলেজ)।
এছাড়াও সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়েছেন দপ্তর সম্পাদক: মো: আলী ইলিয়াস মামুন (সরকারি তিতুমীর কলেজ)।
অর্থ সম্পাদক: মো: ফুয়াদ আল হাসান (ঢাকা কলেজ) প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোছা: নিলুফার ইয়াসমিন নিতু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) পরিকল্পনা বিষয়ক সম্পাদক: আসিফ সাজ্জাদ সিদ্দিক (ঢাকা বিশ্ববিদ্যালয়)।
শিক্ষা বিষয়ক সম্পাদক: লুৎফর রহমান নয়ন (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) সমাজসেবা সম্পাদক: আতিকুর রহমান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের ৪র্থ কমিটির সফল সভাপতি ও নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য আশরাফুল আলম সাইফি বলেন, মোটিভেট ভূরুঙ্গামারী আমাদের আবেগ, দায়বদ্ধতা ও ভালোবাসার এক অনন্য সংগঠন।
প্রতিষ্ঠালগ্ন থেকে এটি ভূরুঙ্গামারীর শিক্ষার্থীদের মেধা বিকাশ, নেতৃত্ব উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দীর্ঘ ও সুচিন্তিত প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটি দক্ষ, উদ্যমী ও দূরদর্শী নেতৃত্ব নির্বাচন করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সিহাব–মাহিন–মুবিনের নেতৃত্বে সংগঠনটি ভবিষ্যতে আরও গতিশীল হবে এবং সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে।”
উল্লেখ্য, ৫ম কার্যনির্বাহী কমিটি গঠনে নির্বাচক প্যানেল হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক নেতৃবৃন্দ প্রতিষ্ঠাতা সদস্য মো: নকিব উদ্দিন নয়ন, সাবেক সভাপতি মো: মাহমুদুল হাফিজ (১ম কার্যনির্বাহী কমিটি) ডা: মো: মারুফ হোসাইন সরকার (২য় কার্যনির্বাহী কমিটি) মো: নাহিদ হাসান প্রিন্স (৩য় কার্যনির্বাহী কমিটি),এবং ৪র্থ কমিটির বিদায়ী সভাপতি আশরাফুল আলম সাইফি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) ও সাধারণ সম্পাদক তাসনীম হাসান (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।
নির্বাচক প্যানেল সূত্রে জানা গেছে, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নবগঠিত ৫ম কমিটিকে আংশিক থেকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।