বৃহস্পিবার ১ জানুয়াটী বিকেল ২ টায় কড়িয়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৭৯ এমপি হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পারইল এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৫ কেজি ভারতীয় জিরা, ৪ পিস ভারতীয় বেনারসি শাড়ি, ৮ পিস শাল, ১ কেজি ওয়াশিং পাউডার, ৩টি স্টিলের মগ, ২টি স্টিলের গ্লাস এবং ১টি স্টিলের চামচ আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামাল নিকটস্থ হিলি শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। যাহার সিজার মূল্য-৭৫,১০০/-টাকা।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।