নওগাঁর ধামইরহাটে সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আত্ন-অনুসন্ধান অনুষ্ঠিত হয়েছে। “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়,আস্থা আজ সমাজ সেবায়।” প্রতিপাদ্য নিয়ে ৩ জানুয়ারি শনিবার উপজেলা প্রশাসন ও সমাজ সেবার আয়োজনে ৩ জানুয়ারি সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়।
প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্বে করেন সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম। প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী।
বিশেষ অতিথি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা: আশিষ কুমার, পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, খাদ্য নিয়ন্ত্রক মামুন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সমাজ সেবার আওতায় বিভিন্ন ভাতা ভুগি সদস্যগণ প্রমুখ।