গাজীপুরের নাওজোড় মহাসড়কে অবৈধ ভাবে গড়ে ওঠা ফলের দোকান, অটোরিকশা গেরেজ ও বাস, কভার ভ্যান, ট্রাক স্টান্ড গুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা জরুরি প্রয়োজন। তবে যদি আগামীকাল থেকেই পুনরায় মহাসড়কের ওপর দোকান বসতে দেখা যায়, তাহলে দায়িত্বে অবহেলার বিষয় গুলো তুলে ধরে সমালোচনা করতে বাধ্য হবো-ইনশাআল্লাহ্।
আশা করছি, ভবিষ্যতে মহাসড়কের ওপর আর কোনো অস্থায়ী দোকান পাট বসবে না। এই ধরনের দোকানপাটের কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে অকারণে ভোগান্তির শিকার হতে হয়। মানুষের কষ্টের দায় এড়ানোর সুযোগ নেই। এ ক্ষেত্রে কঠোর সমালোচনা হওয়াটাই স্বাভাবিক।