নওগাঁর ধামইরহাটে ৫৯ জন মসজিদ মোয়াজ্জিনদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ৩ জানুয়ারি (শনিবার) বিকেল ৪ টায় পৌরসভার টিএন্ডটি মোড়ে উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা ছাত্রদল নেতা রুহেল হোসেন সুমনের ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুল হক (মজনু)র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহ্বাজ মো. মাহবুবুর রহমান চৌধুরী (চপল)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন (রঞ্জু), সাবেক কমিশনার আজমল হোসেন চৌধুরী শাহান, জেলা মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন জাবেদ প্রমুখ। পরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।