৪ জানুয়ারি ভোর ৫ টায় কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৭৮/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়পুরহাট জেলাধীন পাঁচবিবি থানার লকমা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ফায়ারডিল কাশির সিরাপ আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। যাহার সিজার মূল্য-৭৭ হাজার ৬০০ টাকা। উল্লেখ্য, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বর্ণিত মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।