গাজীপুরের কোনাবাড়ী এলাকার বাইমাইল ব্রিজে যাত্রীবাহী বাস প্রভাতী পরিবহনের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে গিয়ে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত নাজমুল হোসেন কোনাবাড়ি থানাধীন বাইমাইল মো: বাবু রেজাউল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী বাইমাইল ব্রিজ এলাকায় প্রভাতী পরিবহনের একটি বাস পেছন থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা যাত্রী নাজমুল হোসেন ছিটকে রাস্তায় পড়ে যান।
এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।