নওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক প্রচারণা নির্বাচন আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে উপজেলা প্রশাসন এ সভার আয়োজনে করে।
সভায় নির্বাচনকালীন বিভ্রান্তি, মিথ্যা ও গুজব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, অ্যাডওয়ার্ড বিনোদ সরেন প্রমুখ।