আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোকে সিসিটিভির আওতায় আনা হবে। পাশাপাশি শতভাগ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের লক্ষ্যেও কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরাফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি আরও বলেন, যেসব অস্ত্র লুট হয়েছে সেগুলো উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরীর বঙ্গ তাজ অডিটোরিয়ামে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।
মতবিনিময় সভায় গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় নির্বাচনকালীন নিরাপত্তা, ভোটকেন্দ্রের ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি।
এসময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানায়, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং গণমাধ্যমের সহযোগিতাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।