নওগাঁর নিয়ামতপুর উপজেলার ঐতিহ্যবাহী ‘প্রেম গোসাই মেলা’ এবছর অনুষ্ঠিত হচ্ছে না। মেলা আয়োজকেরা জানিয়েছেন, এবছর নির্বাচনের কারণে ‘কর্তৃপক্ষের’ অনুমতি পাওয়া যায়নি।
উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর এলাকায় মাসব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। প্রতিবছর পৌষ সংক্রান্তির দিনে মেলার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। গ্রামীণ মেলাটি স্থানীয় বাসিন্দাদের কাছে ‘প্রেমতলীর মেলা’ নামেও পরিচিত।আশপাশের নানা জায়গা থেকে মেলায় ভিড় করে মানুষ।
মেলা নিয়ে জনশ্রুতি আছে, ‘গুজিশহর উচ্চবিদ্যালয়ের পাশে একটি শতবর্ষী বটগাছ আছে। শত বছর আগে সেই গাছের তলায় একজন ঠাকুর বসতেন। তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। তাঁর কাছে মানুষ এসে কোনো প্রার্থনা করলে সেটা পূরণ হতো। সেখান থেকে এই মেলা শুরু।’ এক দিন, দুই দিন হতে হতে এই মেলা মাসব্যাপী শুরু হয়।
মেলার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, ‘প্রতিবছর পৌষসংক্রান্তির দিনে মেলাটি শুরু হয় । চলে এক মাস ধরে। তবে এ বছর নির্বাচনের কারণে ‘কর্তৃপক্ষের’ অনুমতি পাওয়া যায়নি। তাই মেলার আয়োজন করা যাচ্ছে না। কোন কর্তৃপক্ষের অনুমতি পাওয়া যায়নি জানতে চাইলে তিনি বলেন, ‘যেসব কর্তৃপক্ষের কাছে গিয়েছি সেসব কর্তৃপক্ষই অনুমতি দেয়নি।’
এবিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন বলেন, উপজেলা প্রশাসন কোনো মেলা আয়োজনের অনুমতি দেয় না। জেলা প্রশাসকের কাছে আবেদন করলে জেলা প্রশাসন অনুমতি দিতে পারেন। সেটা জেলা প্রশাসনের ব্যাপার।
নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলাম গত মঙ্গলবার বলেন, ‘মেলা আয়োজকেরা লিখিত আবেদন করেছিলেন কিনা সেটা না দেখে বলতে পারছি না। তবে
আসন্ন নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্নিত না হয় সেজন্য যেকোনো ধরনের গণজমায়েত অথবা জনসমাগম হয় এমন যেকোনো কিছু আয়োজন করা হতে বিরত থাকতে বলা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেব্যাপারে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।