1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালাইয়ে নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মশালা নীলফামারীর ডোমার বিএডিসিতে নতুন জাতের বীজআলু উৎপাদন একদিনেই কপাল খুলে গেলো সৌদি আরব আবু বকরের নিয়ামতপুরের ঐতিহ্যবাহী গুজিশহর মেলা এবছর হচ্ছে না গাজীপুরে ব্রি’ র বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি, সব কেন্দ্রে নজরদারির লক্ষ্য: ঢাকা বিভাগীয় কমিশনার ইউথ পার্লামেন্ট পঞ্চগড় ওয়ান এর আয়োজনে  প্রেস ব্রিফিং মির্জাপুরে জাতীয় রিপোর্টার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী দোয়া মাহফিল অনুষ্ঠিত নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ ধামইরহাট ও পত্নীতলার সাংবাদিকদের সাথে সামসুজ্জোহা খানের মতবিনিময়

কালাইয়ে নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মশালা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সফল, অবাধ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি, হিন্দু কল্যাণ সমিতির প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

“গণভোট ২০২৬ ও জাতীয় সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে” শীর্ষক কর্মশালায় ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নাগরিকদের দায়িত্ব, ভোট প্রদানের গুরুত্ব এবং গণতন্ত্র সুদৃঢ়করণে জনগণের ভূমিকা তুলে ধরা হয়।

কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শামীম আরা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফতেকার রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুনিরুজ্জামান, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম।

বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ভোটই হলো সবচেয়ে বড় শক্তি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই কোনো ধরনের ভয়ভীতি, গুজব কিংবা প্রলোভনের কাছে নত না হয়ে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তারা।

এ সময় গণভোট বিষয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাবে বক্তারা জানান, গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারেন। এটি জনগণের মতামত প্রতিফলনের একটি গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়া। পাশাপাশি গণভোটে অংশগ্রহণের পদ্ধতি, ভোটের গোপনীয়তা এবং ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

কর্মশালায় উপস্থিত সুধীজনরা এ ধরনের উদ্বুদ্ধকরণ কার্যক্রমকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন এবং তৃণমূল পর্যায়ে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট