1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

বিরামপুরে শারদীয় দুর্গাপূজা বিসর্জন উৎসব সম্পন্ন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা এবং ঢাক-ঢোলের বাদ্যের মধ্যে দিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে, যা এক বিদায়ের সুরে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার বিসর্জন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২রা অক্টোবর-২৫) বিকেলে বিরামপুর পৌর এলাকার বিভিন্ন মণ্ডপ থেকে দেবী দুর্গার প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হয়। এই উপলক্ষে সারা দেশের মতো বিরামপুরেও সনাতন ধর্মাবলম্বীরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেন, যা ৫ দিনের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি নির্দেশ করে।

বিজয়া দশমীতে দেবীর বিহিত পূজার পর বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমাগুলোকে শোভাযাত্রার মাধ্যমে স্থানীয় নদী বা জলাশয়ে বিসর্জন দেওয়া হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নদী ও পুকুর ঘাটে গিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয়। এর সাথে সাথেই উপজেলার ইউনিয়ন পর্যায়ের প্রতিমা বিসর্জনের কাজ আরম্ভ হয়ে যায়।

বিসর্জন উৎসবকে ঘিরে বিরামপুর শহরে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই এলাকাবাসী, নারী-পুরুষ ও শিশু-কিশোরদের উপস্থিতিতে পুরো এলাকা জমে ওঠে।
ভক্তরা দেবীকে বিদায় জানাতে ঢাক-ঢোলের শব্দ,উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে আনন্দ-উল্লাসে অংশগ্রহণ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনীর বিশেষ দল

নিরাপত্তার জন্য কঠোর নজরদারি চালায়। ফলে পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ভক্তরা সুষ্ঠুভাবে পূজা ও বিসর্জন সম্পন্ন করতে পেরে অত্যন্ত আনন্দিত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিরামপুরে সুষ্ঠুভাবে দুর্গোৎসব আয়োজনের জন্য প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছিল।

এই বছর (২০২৫) বিরামপুরসহ দিনাজপুর জেলায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সংক্ষেপে, ২ অক্টোবর (বিজয়া দশমী) তারিখে বিরামপুরে দুর্গাপূজার বিসর্জন অনুষ্ঠান সম্পন্ন হয় এবং এর মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে। এদিকে,বিসর্জন শেষে পূজার ভক্তরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী বছর আবারও দেবী দুর্গার আগমনের আশায় প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট