নোয়াখালীর সুবর্ণচর প্রেসক্লাবের দীর্ঘ প্রতীক্ষিত সাধারণ নির্বাচন- ২০২৫ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব মিলনায়তন সকাল থেকেই ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর।
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টার এই ভোটগ্রহণে সাংবাদিকদের উপস্থিতি, উৎসাহ এবং অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুই অভিজ্ঞ ও যোগ্য প্রার্থী— সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরী, সাংবাদিক আরিফুল ইসলাম সবুজ।
মোট ২৪ জন ভোটারের মধ্যে বৈধ ভোট পড়ে ২৪ টি। এর মধ্যে ১৫ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরী। অপর প্রার্থী দৈনিক আমার সংবাদ এর প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম সবুজ পেয়েছেন ০৯ ভোট। ভোটগণনা শেষে নির্বাচনী কর্মকর্তারা ফলাফল ঘোষণা করলে উপস্থিত সকলের করতালিতে মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী ছিলেন সাংবাদিক আব্দুল বারী বাবলু। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর প্রতি সহকর্মী সাংবাদিকদের আস্থা ও সমর্থনের প্রকাশ ছিল স্পষ্ট।
নির্বাচনের পাশাপাশি নতুন কার্যকরী কমিটির অন্যান্য সম্পাদক ও সদস্যদের নামও ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটি যে তালিকা প্রকাশ করেছে, নতুন কমিটিতে যারা রয়েছেন,
সিনিয়র সহ-সভাপতি, একেএম ইব্রাহিম খলিল উল্যাহ, সহ-সভাপতি: হানিফ মাহমুদ, ছানা উল্যাহ ও আরিফুল ইসলাম সবুজ।
সহ-সাধারণ সম্পাদক, মুজাহিদুল ইসলাম সোহেল, জহির উদ্দিন তুহিন ও আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হোসেন, অর্থ সম্পাদক মাইন উদ্দিন, দপ্তর সম্পাদক ইউনুছ শিকদার, ধর্ম বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক কামাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিব উল্যাহ মহিব, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল জব্বার আকাশ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল, কার্যকরী সদস্য লিটন চন্দ্র দাস, মোহাম্মদ হারুন, মাহমুদুল হাসান, হাবিবুর রহমান রনি, এস এম রফিক মাহমুদ ও রাশেদুল ইসলাম।
নির্বাচন কমিশন পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য প্রেসক্লাবের সকল সদস্য, ভোটার, প্রার্থী ও উপস্থিত গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। তাঁদের মতে, সুবর্ণচর প্রেসক্লাবের এ নির্বাচন ভবিষ্যতে একটি আদর্শ নির্বাচন হিসেবে বিবেচিত হবে।
নবনির্বাচিত সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের পেশাগত দায়িত্ব পালনে সহায়তা, প্রশিক্ষণ ও সার্বিক কল্যাণে আগামী এক বছর আমরা নিষ্ঠা, আন্তরিকতা ও ঐক্য নিয়ে কাজ করব। সুবর্ণচর প্রেসক্লাবের উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধিই হবে আমাদের লক্ষ্য।