1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

পদ্মায় মাছ ধরার নিষেধাজ্ঞার আগে-চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে শেষ মুহূর্তে ইলিশের চড়া দাম। ইলিশের প্রজনন রক্ষায় শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর থেকে পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হবে। ঠিক তার আগে টাঙ্গাইল, নাগরপুর ও পাটুরিয়া মাছঘাটগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ইতিপূর্বে অনেক জেলে মাছ ধরা বন্ধ করলেও বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কিছু জেলে মাছ ধরে নাগরপুর মাছ ঘাটে নিয়ে এসেছেন। এসব ইলিশ চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছন নাগরপুর ও পাটুরিয়া মাছ ঘাটের ইলিশ ক্রেতা ও বিক্রেতারা।

‎শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নাগরপুর  মাছঘাটে গিয়ে দেখা যায়, ইলিশ কিনতে আসা ক্রেতাদের ভিড়। তবে শেষ মুহূতে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ টাকা, এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৭০০। আর এক কেজির নিচে ৭০০-৮০০ গ্রাম ২২০০ টাকা, ৫-৬শ গ্রামের ১৬০০ টাকা এবং ৪-৩শ গ্রামের ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। আজকে মাত্র ১০০ মণ মাছ সরবরাহ হয়েছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মাছ কম থাকায় দামে বেশি মনে করচ্ছেন সংশ্লিষ্টরা। ফলে অনেকেই খালি হাতে ফিরছেন।

‎টাঙ্গাইল শহরের বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ইলিশের দাম বাংলাদেশে আকাশচুম্বী। দেশের মানুষের যেই পরিমাণ আয় তার তুলনায় অনুযায়ী ইলিশের দাম বেশি। তাই তাদের ইলিশ খাওয়া সম্ভব নয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা ক্রেতা শফিকুর রহমান বলেন, আর মাত্র কয়েক ঘণ্টা পরেই ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। যে কারণে এই ঘাটে ইলিশের দরদাম দেখার জন্য আসছি। তবে মাছের চাইতে ক্রেতার সংখ্যাই বেশি। মাছের দাম বেশি।

‎মোস্তাফিজুর রহমান নামে আরেক ক্রেতা বলেন, আমাদের রাজশাহী থেকে এখানে ইলিশের দাম বেশি। পদ্মা-মেঘনা থেকে জেলেরা ইলিশ ধরে সরাসরি এই ঘাটে নিয়ে আসে। এখানে বরফ ছাড়া তাজা ইলিশ পাওয়া যায়। যে কারণে এখানে আসি। তবে বাজেটের সঙ্গে মিল না হওয়ায় কেনা সম্ভব হয়নি।  মাছ ঘাটের ইলিশ বিক্রেতা নবীর হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার নিষেধাজ্ঞার আগের দিনে ইলিশ কম এসেছে। চাহিদা অনুযায়ী ক্রেতা বেশি তাই দামও বেশি।


‎শাফিন বলেন, আজকে শেষ দিন। আমরা মনে করেছিলাম আজ প্রচুর ইলিশ আসবে। কিন্তু সেই পরিমাণ ইলিশ আসে নাই। চাহিদা অনুযায়ী ক্রেতা বেশি তাই দামও বেশি। মানিকগঞ্জের চিশতী বলেন, গত বছরের তুলনায় এবার ইলিশ একেবারেই কম, তাই দাম বেশি। এ ছাড়া, গত দুই দিনের তুলানায় আজকে মাছ অনেক কম এসেছে। আমরা আশা করেছিলাম। আজ অনেক মাছ আসবে। কিন্তু চাহিদা অনুযায়ী মাছ কম এসেছে। আজকে মাত্র ১০০ মণ মাছ সরবরাহ হয়েছে এই ঘাটে।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট