1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

আমতলীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলা-আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

আমতলী(বরগুনা)প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

‎বরগুনার আমতলীতে বিএনপির মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।

‎রবিবার (৫ অক্টোবর) রাতে তাদের নিজ বাসা থেকে গ্রেপ্তারের পর সোমবার (৬ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

‎পুলিশ সূত্রে থেকে জানা যায়, আমতলী সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত প্যাদা বাদী হয়ে ২০২৪ সালে অনুষ্ঠিত বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরনের ঘটনায় ৬৫ জনের নাম উল্লেখ করে রবিবার (৫ অক্টোবর) রাতে বিস্ফোরকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন।

‎সোমবার (৬ অক্টোবর) গভীর রাতে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ভায়লাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ঐ ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হুমায়ন কবির ও আমতলী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক অমিত রসুল অপি কে ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।


‎গ্রেপ্তার হওয়া ৩ আওয়ামী লীগ নেতাকে সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

‎মুঠোফোনে যোগাযোগ করা হলে, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।




সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট