1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

কালাইয়ে মাত্রাই ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল পাঁচটায় ইউনিয়নের বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভার সভাপতিত্ব করেন মাত্রাই ইউনিয়ন  বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক আকন্দ।

সঞ্চালনায় করেন, জেলা জিয়া সাইবার ফোর্সের শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম রাকিব হাসান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাত্রাই ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ও জেলা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ-সভাপতি জাফরুল ইসলাম রুবেল।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন। বিএনপি নেতা তাহাজুল ইসলাম, আনিসুর রহমান, লুৎফর রহমান,আজীবর রহমান, হেলাল, মহিলা নেত্রী নাদিরা বেগম,  আতাউর রহমান, মনোয়ার হোসেন, জহুরুল ইসলাম, আওলাদ হোসেন, গাফফার,গোলাপ হোসেন, আব্দুল মমিন, মো. আবু সায়েম, বাবু, রনি, ছাত্রনেতা মো. রিমন ও আমিনুল ইসলাম সবুজসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন,

সভায় প্রধান আলোচক জাফরুল ইসলাম রুবেল বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। কোনো ষড়যন্ত্র বা বিভ্রান্তি সৃষ্টি করে দলের অগ্রযাত্রা রোধ করা যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের আরও সচেতন ও সংগঠিত হতে হবে। এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান করেন।

সভা শেষে বক্তারা তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট