1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

পাবনায় রয়েল প্যালেস হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

পাবনায় একটি আবাসিক হোটেল থেকে স্বাধীন সরকার (৪০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৮ অক্টোবর) সকালে শহরের আব্দুল  হামিদ রোড এলাকায় রয়েল প্যালেস নামে একটি হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্বাধীন সরকার সিরাজগঞ্জ সদরের কাজীপুর গজাইল গ্রামের গাজী শাজাহানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে হোটেলে থাকার জন্য রুম নেন স্বাধীন। পরদিন বুধবার সকালে হোটেল বয় ডাকাডাকি করলে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস নেওয়া অবস্থায় দেখেন স্বাধীন সরকারকে।

নিহত স্বাধীনের ভায়রা ভাই শুভ্র জানান, তিনি আমার বাসায় ছিলেন। হঠাৎ দুপুরে তিনি বের হয়ে যান। সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়িতে আসেনি এবং তার ফোন বন্ধ পাই। তিনি আরও জানান, পারিবারিক ঝামেলার কারণে এই ঘটনা ঘটতে পারে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম বলেন, হোটেল থেকে নিহত স্বাধীনের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট