নওগাঁর নিয়ামতপুর উপজেলায় তিনদিন ব্যাপী ক্ষুদ্র জাতিগোষ্ঠী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (০৭ অক্টোবর ) বিকালে উপজেলার ভাবিচা ফুটবল মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রোববার (০৫ অক্টোবর) সকালে খেলার উদ্বোধন করা হয়।
ভাবিচা জাবড়ীপাড়া সাঁওতাল বীর মুক্তিযোদ্ধা পটল সরেন এর স্মৃতি স্মরণে ভাবিচা জাবড়ীপাড়া সাঁওতাল বীর মুক্তিযোদ্ধা ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে টিকরামপুর একাদশ ১-০ গোলে চন্দননগর একাদশকে পরাজিত করে।
খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে প্রাইজমানি পুরস্কার তুলে দেন গ্রামের মোড়ল নসের হাঁসদা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি বিকাশ হাঁসদা, সহসভাপতি ইমায়েল মার্ডি, সদস্য রনজিত মার্ডি প্রমুখ।
টুর্নামেন্টে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ১৮ হাজার টাকা ও রানারআপ দলকে ১৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।