1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

পঞ্চগড়ে মুক্তিযোদ্ধা লাঞ্চিতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে এক বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা ও লাঞ্চিতের ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

 বুধবার   বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন পরিষদের সামনে সড়কে চিলাহাটি ইউনিয়নের সর্বস্তরের সচেতন নাগরিকের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য রাখেন, ১নং চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদ, বড়শশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম লিটন, আহ্বায়ক াব্দুর রশিদ, চিলাহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল ইসলাম সহ অনেকে।

এসময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সাহসী অবদান, কয়েকলাখ মানুষের আত্মত্যাগ ও মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আজ সেই বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এসময় বক্তারা মুক্তিযোদ্ধা লাঞ্চনাকারী সোহেল মাহমুদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী করেন। না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে হুশিয়ারী দেন তারা।

এতে অংশগ্রহণ করেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা এসএম সাহাদুল ইসলাম সহ চিলাহাটি ইউনিয়নের কয়েকহাজার সাধারন মানুষ।

উল্লেখ্য গত ০৬ অক্টোবর বর্তমান রাজনৈতিক বিষয়ে কথা কাটাকাটির জেরে সোহেল মাহমুদ(৩৫) নামে এক যুবক ভাউলাগঞ্জ বাজারে ৮০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা এসএম সাহাদুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ শারিরীক ভাবে লাঞ্চিত করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট