গাজীপুরের দক্ষিণ সালনায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার কালিবাজার গ্রামের রুহুল আমিন বাপ্পি ও কিশোরগঞ্জের জুয়ারিয়া গ্রামের শ্রাবন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে সদর থানার দক্ষিণ সালনা এলাকায় স্থানীয় পাথর ফ্যাক্টরীর পিছনে পাকা রাস্তার উপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে ডাকাত দল অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অজ্ঞাতনামা ১৪-১৫ জন ডাকাত দৌঁড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাপ্পি ও শ্রাবনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে স্টীলের সুইচ গিয়ার চাকু, ধারালো কাটার উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ডাকাতির প্রস্তুতিকালে ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে একটি ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।