টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় নাসির গ্রুপের এক শ্রমিক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের ড্রাইভার, নাসির গ্রুপের শ্রমিক, কর্মচারী সহ ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর নাসির গ্লাসের সামনে ধেরুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহতরা হলেন- অ্যাম্বুলেন্সের ড্রাইভার, মোঃ শামীম (৪০), মোঃ জীবন (২০), মোঃ বায়জিদ (১৮)
জানা গেছে, ঢাকাগামী বালুভর্তি একটি ট্রাক মহাসড়কের নাসির গ্লাসের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সিঙ্গেল রাস্তার কাঁটায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের ওপর তুলে দিয়ে ট্রাকটি রাস্তার পাশে কাঁদার উপর রেখে ট্রাকের চালকসহ হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক সার্ভিস লেন এর উপর দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের ড্রাইভার সহ চার জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে ৩ জনকে ভর্তি করা। অ্যাম্বুলেন্সের ড্রাইভার ঘটনাস্থল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা চলে যায় বলে জানা গেছে।
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক মোঃ আব্দুল্লাহ (২০) মৃত্যু হয়। মোঃ আব্দুল্লাহ ,নাটোরের বড়ইগ্রাম উপজেলার আলম মিয়ার ছেলে।
দুর্ঘটনার পর থেকে সার্ভিস লেন দিয়ে যান চলাচল শুরু হয়।
গোড়াই হাইওয়ে থানার (এসআই) মোঃ আনিসুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।