টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের ঠিকাদার কামরুজ্জামান খোকন ও মাহমুদা জামান দম্পতির মেয়ে তাঁরা।
একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা। প্রাথমিকের পর মাধ্যমিকে পড়েছেন একই প্রতিষ্ঠানে। সব ক্ষেত্রে দুজনের পরীক্ষার ফলাফলও একই। মাধ্যমিকের পর এবার চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যমজ দুই বোন জিপিএ-৫ পেয়েছেন। এই দুই বোনের নাম রুবাবা জামান ও রুবাইয়া জামান।
২০১৮ সালে মির্জাপুর উপজেলার গোড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুই বোন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে মেধাবৃত্তি পেয়েছিল।
২০২৩ সালে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে সব বিষয়ে গোল্ডেন জিপিএ-৫ পায় তাঁরা।
চলতি বছর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে তাঁরা জিপিএ-৫ পেয়েছে।
মেয়ের বাবা বলেন, তার যমজ দুই মেয়ে ছোট বেলা থেকেই অনেক মেধাবী। মেয়েদের একের পর এক এমন সাফল্যে আমিসহ আমাদের পরিবারের সবাই বেশ খুশি। মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
যমজ বোন রুবাবা জামান ও রুবাইয়া জামান বলেন, আমাদের এই সাফল্যের পেছনে মা-বাবা, নানা-নানীসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। আমরা দুই বোন ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হতে চাই, বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি করতে চাই। আমরা সকলের কাছে দোয়া চাই, আমরা যেন আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি।
এ ব্যাপারে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. এনামুল ইসলাম জানান, ‘রুবাবা জামান ও রুবাইয়া জামান খুবই শান্ত, মেধাবী ও পরিশ্রমী। তাদের দুজনের সাফল্য আমাদের সবাইকে মুগ্ধ করেছে। তাঁরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও সফলতার স্বাক্ষর রাখছে।