1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

সৈকতের গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে বিএনপির ধর্ম সম্পাদক জামালের নেতৃত্বে বিএনপি নেতা গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মিরের হাট সংলগ্ন সোনালী মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
তার প্রতিবাদে প্রতিদিনের ন্যায় আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার কাঠালিয়া উপজেলার ৬ নং আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রতিবাদ ও বিহ্মোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ ও বিহ্মোভ মিছিলে উপস্থিত ছিলেন আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বিএনপি নেতা গোলাম আজম সৈকত এর গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও অবিলম্বে হামলায় নেতৃত্বে থাকা বিএনপির ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামাল সহ সকল সন্ত্রাসীদের তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চান।

দলীয় সূত্রে জানা যায়, লিফলেট বিতরণ শেষে গোলাম আজম সৈকতের গাড়িবহর তাঁর বাড়ির দিকে ফিরছিল। এ সময় একই পথে চলমান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের গাড়িবহর অতিক্রম করার সময় তাঁর অনুসারীরা সৈকতের গাড়িবহরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা বহরের সর্বশেষ একটি মাইক্রোবাস আটকিয়ে ড্রাইভার রফিকের ওপর হামলা চালায় এবং গাড়িটি ভাঙচুর করে।

এ সময় শ্রমিকদল নেতা সোহেল, বিএনপি নেতা ইউনুস মেম্বার, ইলিয়াস মোল্লা, রিপন বিশ্বাসসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট