1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে অভিযানে মিলেছে বিপুল পরিমাণ নকল প্রশাধনী

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় দুটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমানের দেশী-বিদেশী ব্রান্ডের নকল প্রসাধনীসহ জব্দ ও ৫লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-১ ভ্রাম্যমান আদালত। এসময় উত্তেজিত ব্যবসায়ীরা র‌্যাবের গাড়ি আটকে বিক্ষোভ করে। পরে র‌্যাব ও শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে মাওনা চৌরাস্তার সততা এন্টারপ্রাইজে ও বিসমিল্লাহ্ এন্টারপ্রাইজের গুদামে র‌্যাব এ অভিযান চালায়। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান ও শাহ্ মোহাম্মদ জোবায়ের, র‌্যাব পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ নাফিজ বিন জামাল, বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা (সিএম) অর্ণব চক্রবর্তী ও ফাহাদ আহমেদ উপস্থিত ছিলেন। এসময় মেসার্স সততা এন্টারপ্রাইজকে তিন লাখ টাকা জরিমানা ও মেসার্স বিসমিল্লাহ্ এন্টারপ্রাইজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের দুটি গুদাম থেকে দেশী-বিদেশী বিভিন্ন ধরনের নকল প্রসাধনী জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২০লাখ টাকা বলে জানায় র‌্যাব।

এদিকে জব্দ করা নকল প্রসাধনী নিয়ে যাওয়ার সময় অভিযানে থাকা র‌্যাব সদস্যদের কয়েকটি গাড়ি আটকে বিক্ষোভ করে ব্যবসায়ীরা। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জব্দ করা বেশির পণ্যই নকল অথবা আমদানী কারকের কোন তথ্য নাই। এছাড়াও অনেক প্রসাধনীই ড্রাগ জাতীয়। তারা অবৈধ ভাবে বিপনন করে যাচ্ছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

জনগণ সচেতন হলেই এ ধরণের নকল প্রসাধনীর ব্যবসা বন্ধ করা সম্ভব বলে জানিয়েছেন র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ নাফিজ বিন জামাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট