1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সমাপনী

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠিত হয়েছে।গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলের শহীদ মেজর হাসিব প্যারেড স্কয়ারে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন সৈনিকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া মেজর জেনারেল মোঃ মোস্তাগাউছুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি নবীন সৈনিকদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে বলেন— “দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে তোমাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।”

চৌকষ ও নান্দনিক কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন সৈনিকেরা বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন। দেশপ্রেমে উদ্বুদ্ধ এই সৈনিকরা জল, স্থল ও আকাশপথে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আত্মনিয়োগের শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে সার্বিকভাবে সেরা রিক্রুট নির্বাচিত হন নবীন সৈনিক মোঃ শামীম ইসলাম। দ্বিতীয় স্থান অধিকার করেন অভি জোমাদ্দার, এবং তৃতীয় স্থান অর্জন করেন মোঃ আনিসুর রহমান। প্রধান অতিথি তাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন সৈনিকদেরও পুরস্কৃত করা হয়।

কুচকাওয়াজে জিওসি ও এরিয়া কমান্ডার ছাড়াও সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অতিথি এবং নবীন সৈনিকদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট