1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

সবজি ও মাছের দাম ঊর্ধ্বগতি, বিপাকে পড়েছে ক্রেতা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

‎মির্জাপুরে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সবজিসহ বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম একের পর এক বাড়ছে। কাঁচা মরিচের কেজি দাম বর্তমানে ৩০০ থেকে ৩৫০ টাকা, যেখানে আগে তা ১৮০ থেকে ২৫০ টাকার মধ্যে ছিল। গোল বেগুনের দামও প্রতি কেজিতে ১৫০ টাকা থেকে বেড়ে ২২০ টাকায় পৌঁছেছে। আলু ও পেঁপে ছাড়া অধিকাংশ সবজির দাম ৮০ টাকার কমে নেই।


‎বৃহস্পতিবার(১৬অক্টোবর) সকালে মির্জাপুরে দেখা গেছে, গত কয়েক সপ্তাহে বেগুনের দাম নাগালের বাইরে চলে গেছে। গোল বেগুন বিক্রি হচ্ছে ২২০ টাকা, লম্বা ও সাদা বেগুনের দাম যথাক্রমে ১০০ ও ১৪০ টাকা। তদুপরি, গাজর ১২০ টাকা, টমেটো ১৪০, ঢ্যাঁড়শ ৮০ থেকে ৯০, বরবটি ১০০, করলা ১০০ থেকে ১২০, চাল কুমড়ো ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ঝিঙা, কচুরমুখী, শসা, চিচিঙ্গা, মূলা ও লাউ-সহ অন্যান্য সবজির দামও সামান্য বৃদ্ধি পেয়েছে।

‎মুরগি ও মাছের বাজারেও উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। সোনালি কক মুরগির কেজি ৩১০ টাকা, সোনালি হাইব্রিড ২৯০, লাল লেয়ার ৩১০, সাদা লেয়ার ৩০০ ও ব্রয়লার ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাষের শিং মাছ ৩৫০ থেকে ৫৫০, দেশি শিং ১০০০ থেকে ১২০০, রুই মাছ ৪০০ থেকে ৫৫০, চিংড়ি ৮০০ থেকে ১৪০০ এবং বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

‎গরুর মাংস দাম কেজিতে ৭৫০ থেকে ৭৮০ টাকা, খাসির মাংস ১২০০ টাকা, গরুর কলিজা ৭৮০ টাকা এবং মাথার মাংস ৪৫০ টাকা। দেশি ও চায়না আদা, রসুন, ডাল, চাল ও ডিমের দামও বাজারে কিছুটা বৃদ্ধি পেয়েছ

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট