1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

গাজীপুর টঙ্গীতে ছিনতাইকারীর ছুরির আঘাতে এক শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জাহিদুল আহসান জিহাদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল আহসান জিহাদ টঙ্গীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের আরএসি বিভাগের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার মাগরিবের নামাজের পর ভিকটিম জিহাদ তার মার কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে পলিটেকনিকের ৪র্থ সেশনের ফি রকেটের মধ্যমে টাকা জমা দেয়ার জন্য কলেজ রোডের দিকে আসছিলেন। পথে আউচপাড়ার সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে ঢুকলে অজ্ঞাতনামা ৪/৫জন ছিনতাইকারী ভিকটিম জিহাদ ও তার বন্ধু রহমান, আরিফ হোসেনের গতিরোধ কর। এসময় রহমান এবং আরিফ হোসেন দৌড়ে পালিয়ে যায়। এক পর্যায়ে ছিনতাইকারীরা ঘটনাস্থলে জিহাদকে একা পেয়ে ছুরিকাঘাত করে। এসময় আহত জিহাদ তাদের ধাওয়া করার চেষ্টা করলে অধিক রক্তপাতে ফুটপাতে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে ভিকটিম জিহাদ মারা যান। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং গভীর রাতে অভিযান চালিয়ে এরশাদ নগর এলাকা থেকে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, ছুরিকাঘাতে জাহিদুল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। এ ব্যাপারে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অপর আসামিদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট