1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

ধামইরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় ধামইরহাট সরকারি এম. এম. ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এই মিছিলে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

ধামইরহাট সরকারি এম এম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রায়হান কবির এর সভাপতিত্বে ঘন্টা ব্যাপি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, যুগ্ন আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি, ছাত্রনেতা ওমর ফারুক (রুমন), পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন জাবেদ, কলেজ ছাত্রদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক মোস্তাকিন রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সজীব হোসেন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ জিহান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় বাবু, প্রচার সম্পাদক মোঃ হাসান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোরশেদুল ইসলাম,সহ সভাপতি মোস্তাকিম, সিনিয়র সহ-সভাপতি শামিম সহ বক্তারা জুবায়েদ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, “শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, নইলে দেশব্যাপী ছাত্রদলের আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া  হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট