1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

গাজীপুরে ভুয়া সিল ও দলিলসহ একজন আটক

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

গাজীপুর সদর চেয়ারম্যান পাড়া এলাকা থেকে মো. সোহেল রানা (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযান করে ভুয়া দলিল, পর্চা, নকশা এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সিল দিয়ে জাল নথিপত্র তৈরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সোহেল রানা গাজীপুরের নীলের পাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে , গত কয়েক মাস যাবৎ ছোট একটি ঘর ভাড়া নিয়ে তাদের কাজ করে আসছিল সোহেল। কিছুদিন থেকে লোকজনের আনাগোনা বেশি হচ্ছিল। কিন্তু রুমের ভিতরে কি হয় তা আমরা কেউ জানতো না। বূধবার অভিযান হওয়ার পর কর্মকর্তাদের বিভিন্ন সিল ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক মো. কামরুল ইসলাম বলেন, যৌথবাহিনীর অভিযানের ভুয়া দলিল, পর্চা, নকশা এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সিল দিয়ে জাল নথিপত্র তৈরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আরও কেউ জরিত রয়েছে কিনা। সেটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট