গাজীপুর সদর চেয়ারম্যান পাড়া এলাকা থেকে মো. সোহেল রানা (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযান করে ভুয়া দলিল, পর্চা, নকশা এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সিল দিয়ে জাল নথিপত্র তৈরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা গাজীপুরের নীলের পাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে , গত কয়েক মাস যাবৎ ছোট একটি ঘর ভাড়া নিয়ে তাদের কাজ করে আসছিল সোহেল। কিছুদিন থেকে লোকজনের আনাগোনা বেশি হচ্ছিল। কিন্তু রুমের ভিতরে কি হয় তা আমরা কেউ জানতো না। বূধবার অভিযান হওয়ার পর কর্মকর্তাদের বিভিন্ন সিল ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক মো. কামরুল ইসলাম বলেন, যৌথবাহিনীর অভিযানের ভুয়া দলিল, পর্চা, নকশা এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সিল দিয়ে জাল নথিপত্র তৈরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আরও কেউ জরিত রয়েছে কিনা। সেটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।