কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথর বোঝাই একটি ড্রাম ট্রাকের চাপায় ৮ম শ্রেণির ছাত্র আসিফ ফ (১৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ফুটানি বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গছিডাঙ্গা গ্রামের মোঃ শহিদুল ইসলামের পুত্র।
স্থানীয়রা জানান, বিকেলে আশিফ সাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় সোনাহাটগামী একটি দ্রুতগতির পাথরবোঝাই ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘাতক ট্রাকটি শনাক্তে চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।