জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে মোটরসাইকেল চুরি করতে এসে এক ব্যক্তি জনতার হাতে ধরা পড়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় বাজার এলাকায় একটি মোটরসাইকেল চুরির চেষ্টা চালান এক যুবক। বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের নজরে আসলে তারা দ্রুত তাকে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, সম্প্রতি বাজার এলাকায় একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটায় সবাই আগে থেকেই সতর্ক ছিলেন।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান জানান, আটক ব্যক্তির নাম কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের একলাপাড়া গ্রামের সামছুল (৪০)। জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।