1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

নভেম্বরে গণভোট ও ৫ দফা দাবিতে গাজীপুরে জামায়াতের শক্তিশালী বিক্ষোভ সমাবেশ

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

নভেম্বরে গণভোট আয়োজন ও গণ-আন্দোলনের ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ অক্টোবর) সকালে জেলা শহরের শিববাড়ী মোড়ে এই সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে উত্তাল জনসমুদ্রের রূপ নেয় পুরো এলাকা।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত গাজীপুর-২ আসনের এমপি প্রার্থী জননেতা মোঃ হোসেন আলী। তিনি বলেন, বাংলাদেশের জনগণ আজ পরিবর্তনের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আমরা গণতন্ত্র, ন্যায় ও ন্যায্যতার নতুন যাত্রায় অঙ্গীকারবদ্ধ। নভেম্বরে গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট আদায়ই হবে মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের সূচনা বিন্দু। তিনি আরও বলেন, “এই আন্দোলন কোনো দলের নয়, এটি জনগণের আন্দোলন ন্যায়বিচার, সমতা ও প্রকৃত প্রতিনিধিত্বের লড়াই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের এমপি প্রার্থী জননেতা খাইরুল হাসান। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ কেবল একটি দলিল নয়, এটি হচ্ছে মুক্তচিন্তা, জবাবদিহি ও জনগণের অধিকার ফিরিয়ে আনার ঘোষণা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন, মোহাম্মদ আজহার ইসলাম ইসলাম মোল্লা, গাজীপুর সদর থানা মেট্রো জামাতের আমি অ্যাডভোকেট সাদেকুজ্জামান খান,মহানগর শিবিরের সভাপতি রেজাউল ইসলাম,, ব্যবসায়ী নেতা ও চিকিৎসক নেতা মোঃ আমজাদ হোসেনসহ স্থানীয় জামায়াত,ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের জনগণ আজ পরিবর্তনের প্রত্যাশায়। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় রাজনীতিতে একটি নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে।
৫ দফা দাবির মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, এর আগে নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই সনদের ম্যান্ডেট গ্রহণ করা, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

পরে একটি বিক্ষোভ মিছিল মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিমুলতলী সড়কের তিতাস গ্যাস এলাকায় গিয়ে শেষ হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট